বিপিএলের টুকিটাকি

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার একমাত্র আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দিন-তিনেক পরই শুরু হচ্ছে। চার ছক্কার ধুন্ধমার লড়াইয়ের সঙ্গে বোলারদের গতি ও ঘূর্ণির লড়াই হবে এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমিদের।

 

বিপিএলের খেলা শুরুর আগে চলুন জেনে নেই বিপিএলের আদ্যোপান্ত।

কবে শুরু হচ্ছে বিপিএল?
১৯ জানুয়ারি ২০২৪।

 

বিপিএলের এটি কততম আসর?
দশম।

কয় দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল?
সাত দল।

 

বিপিএলে নতুন দল কোনটি?
দুর্দান্ত ঢাকা।

কয় ভেন্যুতে হবে বিপিএলের ম্যাচ?
তিন ভেন্যু।

বিপিএলে মোট ম্যাচ কয়টি?
৪৬টি।

 

উদ্বোধনী ম্যাচে কারা মুখোমুখি হবে?
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা।

কখন শুরু হবে বিপিএলের ম্যাচ?
উদ্বোধনী ম্যাচ শুক্রবার, দুপুর ২টা ৩০ মিনিটে।

 

প্রতিদিন কয়টি করে ম্যাচ হবে?
দুইটি করে ম্যাচ হবে প্রতিদিন। শুক্রবার দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় রাখা হয়েছে দুই ম্যাচ। শুক্রবার ছাড়া অন্যান্য দিনে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কারা?
কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

কয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা?
চারবার।

বিপিএলে সাকিব খেলবেন কোন দলে?
রংপুর রাইডার্স।

মাশরাফি বিন মুর্তজা কি বিপিএল খেলছেন?
হ্যাঁ, সিলেট সিক্সার্সের হয়েই মাশরাফি বিপিএল খেলবেন।

মাশরাফি বিন মুর্তজা কতবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন?
চারবার।

বিপিএলের দলগুলোর কোচ কারা?
এবার বিপিএলে নেই বিদেশী কোনো কোচ। স্থানীয় কোচরাই দলগুলোর দায়িত্বে।

বিপিএলে আম্পায়ার থাকবেন কারা?
বিপিএলে এবার তিন বিদেশির সঙ্গে নয় দেশি আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন।

আম্পায়ারদের পারিশ্রমিক কত?
বিদেশি আম্পায়ার ম্যাচ প্রতি পান ৫০০ ডলার। দেশি আম্পায়াররা পাবেন ৩০-৩২ হাজার টাকা।

কোথায় দেখা যাবে বিপিএল?
টি স্পোর্টস চ্যানেল ও ইউটিউব পেজে।

সর্বাধিক রান কোন ক্রিকেটারের?
তামিম ইকবাল (২৯৩০)।

বিপিএলে সর্বোচ্চ রানের ইনিংস কত?
ক্রিস গেইল (১৪৬*)।

সর্বোচ্চ দলীয় সর্বোচ্চ কত?
রংপুর রাইডার্স ২৩৯/৪।

সর্বনিম্ন দলীয় সংগ্রহ?
খুলনা টাইটার্স ৪৪/১০।

কোন ক্রিকেটার সবচেয়ে বেশি সেঞ্চুরি পেয়েছেন?
ক্রিস গেইল (৫) ।

সর্বাধিক ডাক?
এনামুল হক বিজয় (১১) ।

সর্বাধিক ছক্কা?
ক্রিস গেইল (১৪৩) ।

এক আসরে সর্বোচ্চ রান?
রাইলি রুশো (৫৫৮) ।

সর্বাধিক উইকেট কোন ক্রিকেটারের?
সাকিব আল হাসান (১৩২)।

সেরা বোলিং করেছেন কে?
মোহাম্মদ আমির (৪-০-১৭-৬) ।

সবচেয়ে বাজে বোলিং কার?
নাসির হোসেন (৪-০-৬০-২) ।

এক আসরে সর্বাধিক উইকেট কার?
সাকিব আল হাসান (১৫ ম্যাচে ২৩ উইকেট) ।

সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন কোন ক্রিকেটার?
মাহমুদউল্লাহ রিয়াদ (৫০) ।

সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কোন ক্রিকেটার?
মুশফিকুর রহিম (১১১)।