বিপিএলের জায়গায় জিম্বাবুয়ে সিরিজ

:
: ৬ years ago

বিপিএল পিছিয়ে যাচ্ছে, এ কথা শোনা গিয়েছিল আগেই। বিপিএল হওয়ার কথা ছিল অক্টোবরে। সেটি যেহেতু হচ্ছে না, এই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলবে দ্বিপক্ষীয় সিরিজ

বিপিএল পিছিয়ে যাচ্ছে, এগিয়ে আসছে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর, এরকম সম্ভাবনার কথা শোনা গিয়েছিল আগেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজ নিশ্চিত করেছেন, সত্যি হচ্ছে সে সম্ভাবনা।

বিপিএলের পরবর্তি আসর হওয়ার কথা আগামী অক্টোবর-নভেম্বরে। ঠিক হয়ে গিয়েছিল তারিখও। ৫ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ১৬ নভেম্বর। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার মনোযোগ তখন সেদিকেই থাকবে। তাছাড়া বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও সম্পৃক্ত আছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। নির্বাচন নিয়ে ব্যস্ততা থাকবে তাদেরও। সে কারণেই বিপিএল গভর্নিং কাউন্সিল আগের অবস্থা থেকে সরে এসে জানুয়ারিতে বিপিএল আয়োজনের চিন্তা করে।

কিন্তু জানুয়ারিতে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর থাকায় জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গেও আলোচনা করতে হয়েছে বিসিবিকে। আজ নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, সে আলোচনা ফলপ্রসু। জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসছে আগামী অক্টোবরেই। ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নীতিগতভাবে রাজী হয়েছে অক্টোবরে সিরিজ খেলতে। এখন সফরের সূচী চূড়ান্ত করার কাজ চলছে’, বলেছেন বিসিবির প্রধান নির্বাহী।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলের দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা আছে। জিম্বাবুয়ে সিরিজের পরই বাংলাদেশে আসার কথা আছে ওয়েস্ট ইন্ডিজ দলেরও।