বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পেয়েছেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (০৮ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের এক অনুষ্ঠানে তাকে বিপিএস-সেবা পদক পরিয়ে দেন।
বিজয় বসাক এর আগে ২০১১ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) এবং ২০১০ সুদান মিশন। ২০১০ সালে সুদান মিশনে কাজের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ শান্তি পদক লাভ করেন।
জঙ্গি, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলিষ্ঠ ভূমিকা পালনের পাশাপাশি মাঠপর্যায়ে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমে সফলতার জন্য তাকে এ পদক দেয়া হয়।
বিজয় বসাক ২০০৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। ২০০৯ সালে অতিরিক্ত পুলিশ সুপার ও ২০১৫ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ার পরে বরগুনায় যোগদান করেন।’