দুর্বৃত্তদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মিয়ার স্ত্রী শেফালী আক্তার রাজবাড়ীর বানিবহে একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তিনি বানিবহে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এই ইউপিতে আর কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় তিনি একক প্রার্থী।
শোফালী আক্তার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
তিনি আরও জানান, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬২ জন, সাধারণ সদস্য পদে ৪৪৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান প্রার্থী শেফালী আক্তার জানান, তাকে প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়েছেন। সহযোগিতা করেছেন জেলার নেতারা। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ নেতাদের প্রতি কৃতজ্ঞ।
এর আগে, গত ১১ নভেম্বর রাতে শেফালির স্বামী রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।