বিধান সভার স্পীকারের বরিশাল সিটি করপোরেশন পরির্দশন

:
: ৭ years ago

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধান সভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন,‘ কিছু কিছু রাষ্ট্র বাংলাদেশ-ভারতের সম্পর্কের মধ্যে ফারাক সৃষ্টি করাতে চাচ্ছে। তবে তা পারবে না এবং সম্ভব না। ভারত-বাংলাদেশের সম্পর্ক আজীবন সুদৃঢ় থাকবে। কেননা বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক এবং রক্তের।’ তার দৃষ্টিতে বাংলাদেশের মানুষ বেশ সচেতন আর এখানকার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা অনেক শক্তিশালীও। গতকাল শনিবার বরিশাল সিটি করপোরেশন পরিদশন করে সাংবাদিকদের এ সব কথা বলেন। পরে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র কেএম শহিদুল্লাহ।

এর পরে বরিশাল সার্কিট হাউসের ভিআইপি করফারেন্স রুমে আয়োজিত এক সুধী সমাবেশ করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোঃ হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, প্রবীণ আইনজীবি মানবেন্দ্র বটব্যাল, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, কাজল ঘোষ,  শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস. এম জাকির হোসেন প্রমূখ।