বিদ্যুৎ বিভ্রাটে সংসদের বৈঠক মুলতবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

বিদ্যুৎ বিভ্রাটের কারণে মঙ্গলবার সংসদের বৈঠক শুরুর এক ঘণ্টার মধ্যেই মুলতবি করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে নির্ধারিত বৈঠক শুরুও হয় ১০ মিনিট পরে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জানিয়েছেন, মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেওয়ার কারণেই এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।

সংসদ-সংশ্নিষ্টরা জানিয়েছেন, বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়ে সংসদে প্রধানমন্ত্রীর ব্লক ছাড়া অন্য ব্লকগুলোতে বিদ্যুৎ ছিল না। এমন পরিস্থিতিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার আগেই স্পিকারের আসনে বসেন ডেপুটি স্পিকার। সন্ধ্যা ৬টার দিকে তিনি অনিবার্য কারণের কথা উল্লেখ করে দিনের সব কার্যসূচি স্থগিত করেন এবং সংসদের বৈঠক মুলতবির ঘোষণা দেন। বুধবার বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা।

অধিবেশন শেষে ডেপুটি স্পিকার তার কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিপর্যয়ের ওপরে কারও হাত নেই। এক ঘন্টার অধিবেশনের পুরোটা সময়ই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যার ফলে সংসদ ভবনের অনেক স্থানেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।

বিকাল পৌনে ৪টার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিভ্রাট হয়। এসময় সংসদ ভবনের অধিকাংশ ব্লক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। সংসদ অধিবেশন ৫টায় শুরুর কথা থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে জেনারেটর দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তা শুরু হয় ১০ মিনিট পর। মাগরিবের নামাজের আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন।

সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব ছাড়াও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিস, তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, দুটি বিল নিয়ে স্থায়ী কমিটির প্রতিবেদন, একটি বিল উত্থাপন এবং একটি বিল পাসের কার্যসূচি ছিল। সংশ্নিষ্ট এক কর্মকর্তা জানান, স্থগিত হওয়া কর্মসূচিগুলো বুধবার নিস্পত্তি করা হবে।

অধিবেশন মুলতবি ঘোষণার পর অবশ্য সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনের বিভিন্ন ব্লকে বিদ্যুৎ ফিরতে শুরু করে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চাইলে সংসদ ভবনসহ রাজধানীর একাংশে বিদ্যুৎ সরবরাহকারি সরকারি সংস্থা ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, এ খবর শুনে তিনি সংসদ ভবন এলাকায় যাচ্ছেন। কি কারণে বিভ্রাট হয়েছে তা এখন তিনি বলতে পারছেন না।