দুজনই কোরআনে হাফেজ, দুজনের নামই তাকরিম। দুজনের বয়সও প্রায় কাছাকাছি। যার ফলে অনেকের মধ্যে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন, বিশ্বজয়ী হাফেজ তাকরীম মারা গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া হাফেজ মো. তাকরিম শেখ (২০) আর বিশ্বজয়ী হাফেজ হাফেজ সালেহ আহমদ তাকরীম একই ব্যক্তি নন।
জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন হাফেজ মো. তাকরিম শেখ (২০)। সেদিন বিকেল ৫টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাকরিম শেখ উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসাশিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। তিনি ভবনা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।
শেখ তাকরিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনেকে তাকে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীম ভেবে সামাজিক যোগাযোগ-মাধ্যমে পোস্ট করেন। জানা গেছে, দুই একই ব্যক্তি নন।
হাফেজ সালেহ আহমদ তাকরীম সংযুক্ত আবর আমিরাত, সৌদি আরব ও ইরানে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদ্রাসা শিক্ষক আর মা গৃহিণী।
জানা গেছে, বিদ্যুতায়িত হয়ে নিহত হাফেজ শেখ তাকরিমের বয়স ২০ বছর। অন্যদিকে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীমের বয়স ১৭ বছর।
দেশ টিভির সহকারি বার্তা সম্পাদক হাবিবুর রহমান অভি তার সামাজিক যোগাযোগ-মাধ্যমে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘হাফেজ তাকরিমের মৃত্যু হয়েছে বলে যে নিউজ প্রচার করা হচ্ছে, তিনি অন্য আরেকজন। তিনিও হাফেজ।’
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন বলেন, এটি একটি দুর্ঘটনা এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।