ময়মনসিংহে একটি বিদ্যালয়ে শতভাগ উপস্থিত থাকা ১৬ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে সদর উপজেলার চর হরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
চর হরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজ রহমান শাহিন, চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা সেলিম, সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর প্রমুখ।
পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বাইসাইকেল তুলে দেন।
বাইসাইকেল পাওয়া শিক্ষার্থীরা বলে, সাইকেল উপহার পেয়ে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়ে গেছে। বিদ্যালয়ে হেঁটে আসতে আমাদের অনেক কষ্ট হতো। সাইকেলে সেই কষ্ট দূর হবে আশা করছি।
চর হরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক সোহাগ জাগো নিউজকে বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রতিষ্ঠানে শতভাগ উপস্থিত ১৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে এ উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এ প্রক্রিয়া চলমান থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com