ছয় ঘণ্টারও বেশি সময় ধরে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের মিটিং।
সোমবার (৩০ জুন) বিকেল থেকে শুরু হওয়া এই মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। তার মধ্যে অন্যতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা সিদ্ধান্ত।
জানা গেছে, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
প্রায় প্রতি আসরেই নানা বিতর্কের সঙ্গী ছিল বিপিএল। এবার সেগুলো থেকে বেরিয়ে আসতে বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট কমিটির অধীনে বিপিএল পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘আমরা অভিজ্ঞ ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেব, যাদের অভিজ্ঞতা রয়েছে।”
ফ্র্যাঞ্চাইজি সংখ্যা এখনো ঠিক হয়নি। তবে যারাই ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসবে তাদেরকে পাঁচ বছরের জন্য মালিকানা দেওয়া হবে বলেও জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।
স্বচ্ছতা আনার জন্য বিপিএল আয়োজক কমিটিতে বোর্ডের বাহিরের কাউকে রাখার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়া কঠোর করতে যাচ্ছে। নানা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এছাড়া, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিখ্যাত আম্পায়ার সায়মন টাফেলের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। তিনি দেশের আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন।
আসন্ন ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার খবরও দিয়েছেন প্রেসিডেন্ট বুলবুল। তিনি বলেছেন, “বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে সিরিজ নিয়ে। বিসিসিআই অপেক্ষা করছে ভারত সরকারের অনুমোদনের।’’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com