বিতর্কিত নির্বাচনে জিতে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বিতর্কিত নির্বাচনে বিজয়ের পর অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী আগস্টে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

প্রায় চার দশক ধরে ক্ষমতায় আছেন ৭০ বছর বয়সী হুন সেন। এই সময়ের মধ্যে তিনি তার সমালোচকদের বিভিন্নভাবে শায়েস্তা করেছেন। চলতি সপ্তাহের শুরুতে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচন করেন হুন সেন। বিতর্কিত এই নির্বাচনে যথারীতি তিনি বিজয়ীও হয়েছেন। ভোটের আগেই হুন সেন জানিয়েছিলেন, এটিই তার শেষ নির্বাচন হবে। আগামীতে তার বড় ছেলে হুন মানেটের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন

 

হুন মানেট সম্প্রতি রয়্যাল কম্বোডিয়ান সেনাবাহিনীর কমান্ডার নিযুক্ত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাকে প্রস্তুত করা হচ্ছিল।

বুধবার হুন সেন জানিয়েছেন, তার ছেলে ১০ আগস্ট প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিশেষ সম্প্রচারে তিনি বলেন, ‘আমি জনগণকে কাছ থেকে বোঝার জন্য ঘোষণা করছি যে, আমি প্রধানমন্ত্রী হিসেবে আর দায়িত্ব পালন করব না।’

 

হুন সেন জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন, কারণ পদে থাকা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তবে তিনি ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টির নেতৃত্বে থাকবেন।