বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে– পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

:
: ৪ years ago

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, ‘পুলিশ ও সাধারণ জনগনের মধ্যে সূ-সম্পর্ক স্থাপনে বিট পুলিশিং এর বিকল্প নেই। প্রতিটি বিট এলাকায় পুলিশের নিয়মিত উপস্থিতি ও জনগনের সাথে যোগাযোগ উন্নয়নই পারে অপরাধ মুক্ত এলাকা তৈরি করতে’।

 

রোববার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর ময়দানের হাট এয়ারপোর্ট থানা পুলিশের আয়োজনে ১৫নং বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, সেবা জনগনের দৌড় গোড়ায় পৌ‍ঁছে দিতে বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। বিট পুলিশিং এর মাধ্যমে এলাকায় বসে জনসাধারণ সবধরনের পুলিশি সেবা গ্রহন ও সমস্যার সমাধান অতি সহজেই পেতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে ও ওসি তদন্ত মোঃ ফয়সালের সঞ্চালয়নায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়াটার্স) প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার আবু রায়হান সালেহ, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার উজ-জামান মিলন মৃধা, এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম, মুক্তিাযোদ্ধা দেলোয়ার রাঢ়ী, সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়াসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।