কোরিয়ান মিউজিক ব্যান্ড বিটিএসের টানে ঘর ছেড়ে পালিয়ে গেছে নারায়ণগঞ্জের ফতুল্লার ১৬ বছর বয়সী এক কিশোরী বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় মেয়েটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। গত ২১ জানুয়ারি পাঁচ হাজার টাকা ও কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে মেয়েটি বাড়ি থেকে বের হয়ে যায়।
পালিয়ে যাওয়া কিশোরী ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা। পরিবারের সঙ্গে সে একটি ভাড়া বাড়িতে থাকতো।
কিশোরীর পরিবার জানায়, মেয়েটি প্রায়ই বিটিএস’র গান শুনতো। পরিবারের সদস্যরা কিছু বললে তাদরে সঙ্গে বিরূপ আচরণ করতো সে। গত ২১ জানুয়ারি ঘর থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে বিটিএসের সঙ্গে দেখা করতে বের হয়ে যায়। পরবর্তীতে কিশোরী তার চাচাতো বোনকে ফেসবুক ম্যাসেঞ্জারে জানায়, সে এখন বিটিএসের গ্রুপের অনুসারীদের সঙ্গে অবস্থান করছে। খুব তাড়াতাড়ি সে কোরিয়ায় চলে যাবে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ হয়েছে বলে জানতে পেরেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।