বিজয়ের মাসে বিডি ক্লিন এর আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

লেখক:
প্রকাশ: ৪ years ago

বিজয়ের মাস ডিসেম্বর ১৯৭১ সালে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তে এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এসেছে মহান বিজয়। আজ ১ ডিসেম্বর মঙ্গলবার বিজয়ের মাসের প্রথম দিনে বিডি ক্লিন বরিশাল এর আয়োজনে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বধ্যভূমি স্মৃতি স্তম্ভ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। 

এসময় আরও উপস্থিত ছিলেন বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মুহাম্মদ শোয়েব ফারুক, ইউনিসেফ এর আঞ্চলিক সমন্বয়ক তৌফিক মারুফ, বরিশাল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুর রহমান সন্যামত, বিডি ক্লিন বরিশাল বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান, জেলা সমন্বয়ক কাজী সাইফুল ইসলাম, সদস্য মোঃ শাহাজাদা হিরা, সাইফুল ইসলামসহ বিডি ক্লিন বরিশালের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক বরিশাল পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ সূচনা করেন।