‘বিজয়ের চৈতন্য’

:
: ৪ years ago

মোহাম্মদ ইমামুল ইসলাম:: বিজয় দিবস মানে শুধু পাকিস্তানি হানাদারমুক্ত স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডই নয়; রাজাকার, মৌলবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদমুক্ত মুক্তিযুদ্ধের প্রবহমান চেতনার নাম বাংলাদেশ।

বিজয় মানে দারিদ্র্য, দুর্নীতি, বৈষম্য ও শোষণমুক্ত রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার নাম। বিজয় মানে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের নাম।

মোহাম্মদ ইমামুল ইসলাম

বিজয় অবকাঠামোগত ভিত্তির উপর সগৌরবে দাঁড়িয়ে থাকা স্বপ্নের নাম। যেমন প্রমত্ত পদ্মার বুকে সগৌরবে মাথা তুলে দাঁড়ানো মানবিক সেতুবন্ধনের কারুকার্য যা আমাদের মনস্ততাত্ত্বিক ভিত্তি আরো সুদৃঢ় করে।
বিজয় মানে নান্দনিক কাঠামোয় নির্মিত অনন্য সত্তা। বিজয় মানে রক্ত ও পলল মাটির যৌথ মিশ্রণে সৃষ্ট চিত্রকলা যা বাঙালির অবিনাশী আদর্শিক ও চেতনাগত স্রোতধারা- যা আবহমানকাল ধরে বহমান।

বিজয়ের এই দিনে এই প্রত্যাশা করি- বাংলাদেশের ভৌত উন্নয়নের সাথে সাথে বাঙালির মনস্ততাত্ত্বিক উন্নয়ন সমান্তরালভাবে বহমান থাকুক। বিজয় দিবসের শুভেচ্ছা।