বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষ প্রচারণার আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে ‘বিউটিফুল বাংলাদেশ’ ক্যাম্পেইনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক, টুইটারসহ অন্য প্ল্যাটফর্মগুলোতে মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং সেগুলোর ইতিহাস নিয়ে ব্লগ আকারে পোস্ট করা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দীর্ঘদিন ধরে দেশের পর্যটনকে বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবকটি প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিউটিফুল বাংলাদেশ’ ক্যাম্পেইনের মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিটি বিশেষ দিবসে ট্যুরিজম বোর্ডের প্রচারণায় বিশেষ আয়োজন থাকে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে জন্ম নিয়েছে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের সব বীর শহীদকে স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশজুড়ে ছড়িয়ে আছে অগণিত স্মৃতিস্তম্ভ।
এছাড়া মহান স্বাধীনতার রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরার জন্য থাকবে বিশেষ পোস্ট, যা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com