প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২২, ৩:৩৪ পূর্বাহ্ণ
বিচারপতি আব্দুল জব্বার খানের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে স্পিকার বিচারপতি মরহুম আব্দুল জব্বার খানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি আব্দুল জব্বার খান ফাউন্ডেশন এর আয়োজনে উক্ত দোয়া- মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ এপ্রিল) রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ফাউন্ডেশনের সভাপতি রাশেদ খান মেনন এমপি’র সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, ওয়ান ব্যাংকের পরিচালক শহীদুল্লাহ খান বাদল এর পরিচালনায় ইফতার মাহফিলে নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য উপস্থিতিরা হলেন বরিশাল-৩ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ লুৎফুন নেসা খান, ডা. লায়না খান,মেহের জাবিন খান(মরহুম ওবায়দুল্লাহ খান বাদলের স্ত্রী), জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক, সাবেক এমপি টিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বীর প্রতীক রত্তন আলী শরিফ, জেলা পুলিশের এডিশনাল এএসপি সুদীপ্ত সরকার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার, বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান, উজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, রনি খান, প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com