বেলারুশে গত কয়েক সপ্তাহ ধরে চলা নির্বাচন পরবর্তী ব্যাপক বিক্ষোভের খবর আটকাতে একঝাঁক দেশি-বিদেশি সাংবাদিকের অনুমতিপত্র বাতিল করেছে দেশটির সরকার। এর আগেও বিক্ষোভস্থলে দায়িত্বপালনরত সাংবাদিকদের আটক ও হয়রানির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।
বেলারুশ সরকারের মুখপাত্র আনাতোলি গ্লাজ বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছেন, দেশটির কাউন্টার টেরোরিজম ইউনিটের সুপারিশেই এসব সাংবাদিকের অনুমতি বাতিল করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার বেলারুশে অন্তত ১০ জন দেশি-বিদেশি সাংবাদিক সরকারের এ তোপের মুখে পড়েছেন। এদের মধ্যে বিবিসি রাশিয়ার দুইজনসহ রেডিও লিবার্টি, এএফপি, ডয়চে ভেলের মতো প্রসিদ্ধ গণমাধ্যমের সাংবাদিকরা রয়েছেন।
রোববার বেলারুশে বৃহত্তর বিক্ষোভের আগমুহূর্তে সাংবাদিকদের ওপর এমন দমনমূলক ব্যবস্থা নিয়েছে বেলারুশ সরকার। এ ঘটনাকে গঠনমূলক সাংবাদিকতার ওপর নগ্ন হামলা মন্তব্য করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি বেলারুশের জাতীয় নির্বাচনে দেশটির স্বৈরশাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণার পর থেকেই প্রতিবাদ-বিক্ষোভ করছেন বিরোধীরা। ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী এ আন্দোলন। ইতোমধ্যেই ব্যাপক ধরপাকড়সহ পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। এ পর্যন্ত অন্তত চার বিক্ষোভকারী সহিংসতায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন কয়েকশ’।
রাশিয়ার সমর্থন থাকলেও বেলারুশের ওই বিতর্কিত নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com