কর বৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে টানা কয়েকদিনের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন জর্ডানের প্রধানমন্ত্রী হানি মুলকি। সোমবার বাদশা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকের পর পদত্যাগপত্র জমা দেন তিনি। খবর দ্যা গার্ডিয়ানের।
খবরে বলা হয়েছে, গত মাসে একটি আয়কর আইনের খসড়া প্রস্তাব করে দেশটির সরকার। আইনটি এখনও সংসদে পাস হয়নি। এই আইনে ব্যক্তিগত আয়কর ৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন কোম্পানিগুলোর ওপর ২০ থেকে ৪০ শতাংশ হারে কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। গত কয়েক বছরের জর্ডানে এটাই সবচেয়ে বড় ধরনের বিক্ষোভ।
বিক্ষোভকারীদের দাবি, নতুন ওই কর বিলের কারণে দরিদ্র ও মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হবে। ওই বিলের প্রতিবাদে রাজধানী আম্মানে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হানি মুলকিকে সরানোর দাবিতে স্লোগান দেন।
আল জাজিরা জানিয়েছে, গত কয়েক বছর ধরেই জর্ডানের অর্থনীতি সমস্যাগ্রস্ত। বৈদেশিক অনুদানের ওপর নির্ভরশীল তারা। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া মুলকিকে শরণার্থী সংকট মোকাবেলা, আঞ্চলিক উত্তেজনা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের মত চাপ মোকাবেলা করতে হয়েছে। উচ্চ বেকারত্ব এবং প্রাকৃতিক সম্পদের স্বল্পতার মধ্যে থাকা দেশটি জানুয়ারি থেকেই কয়েক দফায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে, যা নাগরিকদের ক্ষুব্ধ করেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com