১, ৭, ০, ০, ৬, ২ - সংখ্যা ছয়টি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রথম ছয় ব্যাটসম্যানের করা রান। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে এমন বেহাল দশায়ই পড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মোহামেডানকে এই দুর্দান্ত শুরু এনে দেয়ার পুরোপুরি কৃতিত্ব ডানহাতি পেসার শফিউল ইসলামের। লিস্ট 'এ' ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে এখনো পর্যন্ত ২১ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন শফিউল। আরেক পেসার আলাউদ্দিন বাবুর কিপটে বোলিংয়ে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে গাজী গ্রুপ।
ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক রকিবুল হাসান। অধিনায়কের সিদ্ধান্তের পূর্ণ ফায়দা নেন দুই পেসার শফিউল এবং আলাউদ্দিন বাবু। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে মেহেদি হাসানকে (১) ফিরিয়ে বোলিং তাণ্ডবের শুরু করেন শফিউল।
পরের ওভার করতে এসে পরপর দুই বলে সাজঘরে ফেরান রনি তালুকদার (০) এবং শামসুর রহমানকে (০), জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। তা করতে দেননি পাঁচে নামা ভারতীয় অলরাউন্ডার পারভেজ রাসুল। কিন্তু থামাতে পারেননি শফিউলের আগুনে বোলিং।
চতুর্থ ওভারে ইমরুলকে ফেরান বাবু। নিজের তৃতীয় ওভারে উইকেট নিতে ব্যর্থ(!) হন শফিউল। তবে ইনিংসের সপ্তম ওভার করতে এসে আবারো শফিউলের আঘাত, ২১ রানে পঞ্চম উইকেট হারায় গাজী গ্রুপ।
পরে নবম ওভারে দলীয় ২৬ রানের মাথায় গাজী গ্রুপের ভারতীয় রিক্রুট পারভেজ রাসুলকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে লিস্ট 'এ' ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন শফিউল। প্রথম পাঁচ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। অন্য পেসার বাবুর বোলিং ফিগার: ৫-২-৮-১!
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com