বিকাশে মোবাইল রিচার্জে ১০০ পার্সেন্ট ক্যাশ ব্যাক

লেখক:
প্রকাশ: ৪ years ago

ব্রাক ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিক্যাশ’ এর অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে রিচার্জ করলে ১০০ পার্সেন্ট ক্যাশ ব্যাক দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে এই সুবিধা পেতে শুধুমাত্র অ্যাপ ব্যবহারকারী নিজের নম্বরেই রিচার্জ করতে পারবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করলে এ তথ্য প্রদর্শন করা হচ্ছে।

অ্যাপে প্রদর্শিত তথ্য বলা হয়েছে, ‘বিকাশ অ্যাপে নিজের নম্বরে ১২ টাকা রিচার্জ করলে ১০০ পার্সেন্ট ক্যাশ ব্যাক।’

বিকাশ তাদের অ্যাপে পরিবর্তন আনার পর সময়ে সময়ে নানা ধরনের অফার দিচ্ছে। ইতিপূর্বে নতুন অ্যাপ ডাউনলোড করলে ১০০ টাকা বোনাস ঘোষণা করে।

এদিকে বিকাশ অ্যাপের ওটিপি কোড নিয়ে গ্রাহকদের প্রতারণার দীর্ঘদিনের অভিযোগকে গুরুত্ব দিয়ে এবার নতুন নিয়ম চালু করছে সংস্থাটি।

নতনু পদ্ধতির ফলে একাধিক ফোন থেকে বিকাশের একই ব্যবহারকারীর আইডি লগইন বন্ধ করা যাবে না। একটি একাউন্ট থেকেই এখন ট্রানজেকশন করতে পারবেন। ওটিপি পিন নাম্বার দিয়েও আর অন্য ডিভাইস থেকে একাউন্ট চালাতে পারবেন না।

এর ফলে প্রতারকরা আপনার ওটিপি পিন নিয়ে আপনার একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে না।