বিকল্প ইন্টারনেট চালু করছে রাশিয়া

:
: ৫ years ago

রাশিয়া জানিয়েছে, তারা বিকল্প ইন্টারনেট ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

রাশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা এ পরীক্ষার সময় কোনও ধরনের পরিবর্তন টের পাননি। এখন এই পরীক্ষার ফল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপস্থাপন করা হবে।

মূলত ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় রাশিয়া। আর তাই একটি ‘বিকল্প ও স্বতন্ত্র’ অভ্যন্তরীণ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে দেশটির। এই ব্যবস্থার মাধ্যমে দেশটির নাগরিকরা কোনো ধরনের ওয়েবসাইটে প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করা যাবে।

নিজস্ব একটি উইকিপিডিয়াও তৈরি করার কাজ শুরু করেছে রাশিয়া। এছাড়া দেশটির পার্লামেন্ট এক আইন পাস করেছে- এর ফলে যেসব স্মার্টফোনে রাশিয়ায় তৈরি সফটওয়ার আগে থেকে ইনস্টল করা নেই, সেগুলো বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের আরও কয়েকটি দেশে এ ধরনের ‘বিকল্প’ ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। যেমন- ইরান বাইরে থেকে আসা সকল ‘ইন্টারনেট কনটেন্ট’ নজরদারি করে, তথ্যের আনাগোনা নিয়ন্ত্রণ করে। আবার চীনে চালু রয়েছে ‘দ্য গ্রেট ফায়ারওয়াল অব চায়না’। ফলে সেখানে গুগল-ফেসবুকসহ গুরুত্বপূর্ণ অনেক ওয়েবসাইটে প্রবেশ করা যায় না।