বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ঢাকা, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১৭ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করার শেষ তারিখ ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। আগামী ৮ ডিসেম্বর (শনিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক চিকিৎসা শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়ন অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ঢাকা, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটে বিএসসি ইন হেলথ টেকনোলজির তিনটি কোর্সে মোট আসন সংখ্যা ২৫০টি। তার মধ্যে বি এস সি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি ঢাকায় ৫৫টি, রাজশাহীতে ৩০টি ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ৩০টি আসন রয়েছে।
বিএসসি ইন ফিজিও থেরাপিতে ঢাকা আইএসটিতে ৫৫টি রাজশাহীতে ৩০ টি আসন রয়েছে। এছাড়া বিএসসি ইন হেলথ টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং ঢাকায় ৪০টি আসন রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com