বিএসটিআই বরিশাল অফিসের মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স অভিযান

লেখক:
প্রকাশ: ৫ years ago

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), বিভাগীয় অফিস, বরিশাল এর উদ্যোগে গত ১৪/০৭/২০১৯খ্রি: হতে ১৮/০৭/১৯খ্রি. তারিখ পর্যন্ত বিভাগের বরগুনা, ভোলা ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় নি¤œবর্ণিত ০৩টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমান আদালতে ১০টি মামলার মাধ্যমে ১০টি প্রতিষ্ঠানকে ৮৫,০০০/- জরিমানা হয়েছে।এছাড়াও অত্র অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মাধ্যমে ২৫টি শিল্প প্রতিষ্ঠান ও ০ ৬টি বাজার পরিদর্শন করা হয়েছে। অবৈধভাবে পণ্য উৎপাদানের জন্য মেসার্স তায়েবা ফুড এন্ড কনফেকশনারী, গগন সদর রোড, বরগুনা, মেসার্স মা ব্রেড এন্ড কনফেকশনারী, লাকুরতলা, সদর, বরগুনা, মেসার্স এস.এস পিওর ড্রিংকিং ওয়াটার, মধ্য নামাজপুর, সদর, পিরোজপুর ও মেসার্স কবির ব্রিকস ইন্ডাস্ট্রিজ(কেবিআই), নামাজপুর, সদর, পিরোজপুর নামীয় ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বরগুনা ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পিরোজপুর এর আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জনস্বার্থে বিএসটিআই বরিশাল এর এরূপ অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা যাচ্ছে