বিএম স্কুলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন,মাদক বিরোধী প্রচরণা ও বাল্যবিবাহ রোধে শপথ পা

:
: ৭ years ago

“৭১’র চেতনা, ভালো কাজের প্রেরণা ” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাহান বিজয়ের মাস উপলক্ষে বরিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শপথ পাঠ করানো, মাদক বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ রোধে সচেতনা বৃদ্ধি ও মানব স্বাক্ষর পতাকা তৈরির পরিকল্পনা হাত নিয়েছে।

ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয় ( বিএম স্কুল) প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারী ও ৭১’র চেতনার সদস্যদের উপস্থিততে কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন ও সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আয়োজক কমিটির আহবায়ক মোঃ লোকমান হোসেন। প্র

ধান শিক্ষক তার বক্তব্যে উক্ত কার্যক্রমের প্রশংসা করেণ এবং শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার উদ্যত আহ্বান জানান। আয়োজক কমিটির আহবায়ক মোঃ লোকমান হোসেন তার বক্তব্যে বলেন তরুণরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই সবাই একসাথে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য পুরো মাসজুড়ে সংগঠনটির এ কার্যক্রম চলবে বরিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। সংগঠনটির যাবতীয় কার্যক্রম সম্পর্কে জানা যাবে ফেইজবুক ফেইজেঃ www.facebook.com/71.er.chetona/