বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ডিবেটিং ক্লাবের মো. ফয়সালকে আহ্বায়ক ও সুমাইয়া হোসেন সুমাকে সদস্য সচিব করে কমিটি গঠিত হয়েছে।
৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ তালহাকে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. এ.এস. কাইয়ুম উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষার্থীদের বিতর্কের চর্চায় আগ্রহী করতে কাজ করবে বলে জানান নবনির্বাচিতরা।
কমিটির সদস্যরা হলেন, শাহরিয়ার সার্জিল, মো. রাকিব, জয়ন্ত আচার্য্য, জাহিদুল ইসলাম সামি, বিথী খানম, জান্নাতুল ফেরদৌস তন্বী, মো. ইমতিয়াজ, শামিম হাসান, নুসরাত রুশনী, জাহিদুল ইসলাম রনি, হিরা আক্তার, শাহজামান মিল্লাত, লামিয়া আক্তার, মোসাম্মত জ্যোতি, মো. রাইয়ান, টিপু সুলতান, প্রশান্ত পারুয়া, নাজমুল ইসলাম আকাশ, মাইদুল ইসলাম, জান্নাতুল বাকিয়া মিনা, মো. জাকারিয়া, আকাশ মজুমদার, তাইফুর রহমান নিশাত, মুকিত হাসান, সুমাইয়া তামান্না, আমিনুল হক, মাহামুদুর রহমান জাকারিয়া ও মো. সিয়াম।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্ক চর্চা জরুরি। তাই শিক্ষার্থীদের মননশীলতা, ভালো মানসিকতা, মেধার বিকাশ, জ্ঞানার্জন ও তথ্যানুসন্ধানের জন্য বিতর্ক সহায়ক ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের বিতর্কের চর্চায় আগ্রহী করতে আমরা বদ্ধপরিকর।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com