বরিশাল মেট্রোপলিটনের চারটি থানা যেন প্রতি মাসের নির্দিষ্ট তারিখে পুলিশ কমিশনার কার্যালয় হয়ে ওঠে। কেননা প্রতি মাসের নির্দিষ্ট তারিখে প্রতিটি থানায় অনুষ্ঠিত হয় ওপেন হাউজ ডে অনুষ্ঠান।
যে অনুষ্ঠানে পুলিশ কমিশনারসহ মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে আপনারা জনসাধারণের কথা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে থাকেন।
এছাড়া সমাজের অবহেলিত ভুক্তভোগী যারা সহজেই তাদের নানান অভিযোগের কথা সরাসরি বলতে পারেন। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) মেট্রোপলিটন কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট এন্ড কাউনিয়া থানা) মোঃ রবিউল ইসলাম শামীম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) বিদ্যুৎ চন্দ্র দে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছগির হোসেনসহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com