বিএনসিসির ইফতার মাহফিল ও প্রফেসর ক্যাপ্টেন খোন্দকার অলিউল ইসলাম এর বিদায় সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

মোঃ শাহাজাদা হিরাঃ গতকাল ৩১ মে সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি প্লাটুন এর উদ্যোগে এক বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান শিকদার, উপাধ্যক্ষ স্বপন কুমার পাল, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন খোন্দকার অলিউল ইসলাম, শিক্ষক পারিষদ এর সাধারন সম্পাদক এস এম কাইউম উদ্দিন, সেনা শাখার পিইও ড. আব্দুল বাতেন চৌধুরী, নৌ শাখার পিইও মোঃ মাকসুদ আলীসহ অন্যান্য শিক্ষক ও ক্যাডেট বৃন্দ।

বিদায় অনুষ্ঠানে প্রফেসর ক্যাপ্টেন খোন্দকার অলিউল ইসলাম স্যারকে সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি প্লাটুন এর পক্ষথেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয় এসময় ক্রেস্ট তুলেদেন বিএনসিসির পক্ষ থেকে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান শিকদার। আগামী ১০ জুন তিনি তার বর্ণীল কর্ম জীবন শেষ করবেন। তিনি ১৯৮৬ সনে সরকারী স্বরুপকাঠি কলেজ থেকে কর্মজীবন শুরু করেন সেখান থেকে ১৯৯২ সনে সরকারী বি এম কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন এবং ওই বছরই বি এম কলেজের বিএনসিসি সেনা শাখার পিইও হিসাবে দায়িত্ব গ্রহন করেন। একই বছর সাভার সেনা নিবাসে নবম পদাদিক ডিভিসনের অধীনে আরাই মাসব্যাপী প্রি কমিশন প্রশিক্ষন সমাপ্ত করেন। ১৯৯৭সনের বন্যায় সেবাদান মূলক কাজের জন্য প্রেসিডেন্ট স্বর্ন পদক প্রাপ্ত হন। ২০১৮সালে বি এন সি সি মাধ্যমে youth exchange কর্মসূচিতে ১১দিন নেপাল সফর করেন। তিনি বর্তমানে সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছে।