লন্ডনে থেকে তারেক রহমান ও বিদেশে থাকা অন্য নেতারা লবিস্ট নিয়োগ করে সরকারের ভ্যাকসিন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে রাজধানীর কেআইবি মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
নানক বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের সব মানুষকে ভ্যাকসিন দিয়ে নিরাপদ করছে, সেটি বিএনপির সহ্য হয়নি। শুরু থেকেই তারা বিরোধিতা করেছে। যখন পারেনি, দেশে ভ্যাকসিন এসেছে তখন আবার অপপ্রচার চালিয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি।’
তিনি বলেন, এখন আবার তারা যেন বিদেশ থেকে ভ্যাকসিন না আসে সেজন্য বিদেশি লবিস্ট নিয়োগ দিয়েছে। তারেক রহমান আর বিদেশে পালিয়ে থাকা অন্য নেতারা ভ্যাকসিন আনার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘তাতে করে কোনো কাজ হবে না। বিএনপির সব ষড়যন্ত্র আগেও রুখে দেয়া হয়েছে, এবারও রুখে দেয়া হবে।’
এদিকে একই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, করোনার প্রথম ঢেউ যখন ছিল তখন বিএনপিকে লোক দেখানো নানা জায়গায় ফটোসেশন করতে দেখা গেছে। কিন্তু এখন তা-ও করছে না। মানুষের দুঃসময়ে ঘরে ডুকে বসে আছে। ফটোসেশনের জন্য সাংবাদিকরাও খুঁজে পাচ্ছে না।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র। এছাড়া কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com