প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে, তবে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা হয়।
মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাড়িতে থাকার বিষয়টির ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সে অসুস্থ, বয়োবৃদ্ধ। তার বোন, ভাই আমার কাছে এসেছে, আবেদন করেছে; আমরা তার সাজাটা স্থগিত করে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি। মানবিক কারণেই দিয়েছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতায় খালেদা জিয়ার জন্য যে মানবিক পদক্ষেপ নিয়েছেন তা তুলে নিতে এ সময় হলভর্তি নেতাকর্মী তা বাতিল করতে চিৎকার করতে থাকেন। এ সময় তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে, যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে আবার জেলে পাঠিয়ে দেবো।’
শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ে সরকার কিছু করবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তবে লাঠিসোটা নিয়ে এসে ভাব দেখানো..আর যদি একটা লোকের গায়ে হাত দেয় আমরা ছাড়বো না। তার কারণ হচ্ছে এরা কি করেছে। তাদের আন্দোলন মানে জ্বালা পোড়াও, অগ্নিসন্ত্রাস। ২০১৩, ১৪, ১৫-তে কি তাণ্ডব তারা করেছে সারাদেশে। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর তারা সেটাই প্রমাণ করেছে।
‘সেই সময়ে ৩ হাজার ৩৬ জন মানুষকে অগ্নিদগ্ধ করেছে। ৫০০ মানুষ মারা গেছে। ৭/৮জন পুলিশ সদস্য মারা গেছে। ৩ হাজার ২৭২ টা গাড়ি, ২৯টি রেলগাড়ি, ৯টা লঞ্চ পুড়িয়েছে। নতুন রেলের বগি পুড়িয়ে দিয়েছে। ৭০টি সরকারি অফিস জ্বালিয়ে দিয়েছে। কয়েক হাজার গাছ তারা কেটে দিয়েছে। রাস্তা কেটেছে। সব রকমের ধ্বংসত্মক কাজ তারা করেছে। ক্ষমতায় এসে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, নারীদের নির্যাতন করেছে।”
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com