পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গাবতলীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সেখান থেকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে পুলিশ তুলে নিয়ে গেছে।
শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গাবতলী থেকে তাকে পুলিশের জিপে করে নিয়ে যাওয়া হয়।
এর আগে আমানকে আটক করতে গেলে দলের নেতা-কর্মীরা বাধা দেন। এক পর্যায়ে নারী কর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। পরে পুলিশ তাকে তুলে নিয়ে যায়।
এর আগে আমান উল্লাহ আমান সংবাদিকদের বলেন, যত নির্যাতন করুক, বাধা দিক, গ্রেপ্তার করুক, আমাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা বলেন, গ্রেপ্তার না আটক সেটা পরে জানাব। এখানে কাউকে সভা বা অবস্থান করতে দেব না।
আওয়ামী লীগও সভা, মিছিল করছে- এ বিষয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, তাদেরকেও নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে ৫ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালন করছে বিএনপি। গাবতলী, উত্তরা, নয়াবাজার এবং শনির আখড়ায় এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে বলে দলটি জানিয়েছে। তবে উল্লিখিত সব জায়গায় সকাল থেকেই বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করা গেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com