গ্রেফতার হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। আজ রাত সাড়ে ৯টার দিকে নাজিম উদ্দিনের মহাখালীর ডিওএইচসের বাসা থেকে র্যাব-১ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারি ইসরাফিল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব সদস্যরা দুই নেতাকে র্যাব-১ কার্যালয়ের দিকে নিয়ে গেছে।
এর আগে বিকালে ঢাকা ফেরার পথে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে। নয়া পল্টনের কার্যালয় থেকে নির্বাহী কমিটির সভার পরিচয়পত্র সংগ্রহ করে কার্যালয়ে নিচ থেকে গ্রেফতার করা হয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে।
এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, নির্বিচারে একের পর এক নেতা-কর্মীদের পুলিশ গ্রেফতার করছে। এ ছাড়া নেতাদের বাসায় পুলিশ তল্লাশির নামে তান্ডব অব্যাহত রেখেছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com