পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর কাকরাইল ও নয়া পল্টন এলাকা। ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে আশ্রয় নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মহাসসাবেশ আপাতত বন্ধ আছে।
রাজধানীর নয়া পল্টন ও কাকরাইলে পুলিশ-বিএনপির সংঘর্ষের পরপর পুলিশ নয়া পল্টনের বিএনপির মহাসমাবেশে ধাওয়া দেওয়া শুরু করে। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা নয়া পল্টন এলাকা ছেড়ে যায়। পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। ফলে নয়া পল্টন এলাকা ছাড়তে বাধ্য হন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সমাবেশের দু্ই দিকে (কাকরাইল ও ফকিরাপুল) অবস্থান নেয় পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। এর কিছুক্ষণ পর পুলিশ টিয়ার শেল ছুড়তে ছুড়তে সমাবেশের দিকে এগিয়ে যায়। কাকরাইল ও নয়া পল্টন এলাকা অনেকটা ফাঁকা দেখা গেছে। রাস্তায় বিক্ষিপ্তভাবে জ্বলছে টায়ারের আগুন।
এদিকে, পুলিশি আক্রমণের প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।