কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার একটি ঝটিকা মিছিল লাঠিপেটা করে পণ্ড করে দিয়েছে পুলিশ।
সোমবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে আজাদ প্রোডাক্টের সামনে থেকে বিক্ষোভ শুরুর পাঁচ মিনিটেই পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এই বিক্ষোভটি প্রথমে মতিঝিলের অগ্রণী ব্যাংকের সামনে থেকে শুরু হওয়ার কথা ছিল। পরে সেখানে পুলিশের অবস্থানের কারণে বেলা দেড়টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। এরপর তারা মিছিল নিয়ে দৈনিক বাংলার দিকে কিছু দূর যেতেই পুলিশি বাধায় বিক্ষোভ বন্ধ হয়ে যায়। এ সময় বিএনপির নেতা–কর্মীরা পুলিশের দিকে ইট ছুড়তে থাকেন। ওই স্থান দিয়ে যাওয়ার সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের শিকার হয়। পুলিশ লাঠিপেটা করে। ঘটনাস্থল থেকে ছাত্র দল ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি এনামুল হক এনামসহ চকবাজার, যাত্রাবাড়ি লালবাগের ২০/২২ জন ছাত্র দল নেতা-কর্মীকে পুলিশ আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় বেসরকারি টেলিভিশন ‘বাংলা টিভি’র প্রতিবেদক ও আলোকচিত্রীকেও পুলিশ আটক করে পল্টন থানায় নিয়ে যায়। পরে সাংবাদিকরা সেখানে গেলে তাদের দুই জনকে ছেড়ে দেওয়া হয়।
পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল বের হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার শিবলী নোমান বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই তারা মিছিল বের করে। আচমকা গাড়ি ভাঙচুর করে ও পুলিশের উপর হামলা চালায়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com