জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাকে দলে ভিড়িয়ে বলেছেন, আগামী নির্বাচনের আগে আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তার দলে যোগ দেবেন। জাপায় যোগ দিতে অনেকেই তার সঙ্গে যোগাযোগ রাখছেন।
সোমবার এরশাদের বারিধারার বাসভবনে গিয়ে ফুলের তোড়া দিয়ে জাপায় যোগ দেন বিএনপির মনোনয়নে ৯১ সালের নির্বাচনে কুমিল্লা-১০ (লাকসাম) থেকে নির্বাচিত এটিএম আলমগীর। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে টানা তৃতীয়বারের বিএনপির মনোনয়ন পান। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তাজুল ইসলামের কাছে পাঁচ হাজার ভোটে হারেন এটিএম আলমগীর। ২০০১ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাত্র ২৪৫ ভোট পান।
যোগদান অনুষ্ঠানে এরশাদ বলেন, আওয়ামী লীগের শাসনে দেশের মানুষ শান্তিতে নেই, বিএনপির অবস্থা ভঙ্গুর। আগামী নির্বাচন জাপার জন্য সুবর্ণ সুযোগ। তাই দেশপ্রেমিক রাজনীতিকরা জাপায় যোগ দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হলে জাপা জয়ী হবে দাবি করে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না। সারাবিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে।
এটিএম আলমগীর বলেন, বিএনপির দৃশ্যমান অস্তিত্ব নেই। আগামী নির্বাচনেও অংশ নেয়ার সামর্থ্য নেই। মানুষ এরশাদের নয় বছরের উন্নয়নের শাসনামল মনে রেখেছে, জাপাকে ক্ষমতায় দেখতে চায়। তাই জাপায় যোগ দিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস-চেয়ারম্যান এএইচএন শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন।