বায়ুদূষণে ভারতে ২০১৭ সালের তুলনায় ২০১৯ সালে মৃত্যুর হার ১৮ শতাংশ বেড়েছে। ২০১৭ সালে দেশটিতে যেখানে বায়ুদূষণে ১২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল, সেখানে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৬ লাখ ৭০ হাজার। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেট এক গবেষণা প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে দীর্ঘমেয়াদি ফুসফুসের অসুখ, শ্বাসযন্ত্রে সংক্রমণ, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, নবজাতকের অসুখ এবং চোখে ছানি পড়ার মতো অসুখগুলো দেখা দেয়।
বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী নয়া দিল্লিতে ধুলিকণার কারণে শীতকালে আকাশ প্রায়ই ধোঁয়াশাচ্ছন্ন হয়ে থাকে। এখানে দূষণের কারণে জনপ্রতি অর্থনৈতিক ক্ষতি সবচেয়ে বেশি।
মঙ্গলবার সুইস বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার জানিয়েছে, ভারতের সবচেয়ে দূষিত শহর হচ্ছে নয়া দিল্লি, কোলকাতা ও মুম্বাই। এই তিন শহরই বিশ্বের সবচেয়ে দূষিত ২০ শহরের তালিকায় রয়েছে।
বায়ুদূষণের কারণে ২০১৯ সালে ভারতে মোট অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তিন হাজার ৬০৮ কোটি মার্কিন ডলারের। দেশটির মোট দেশজ উৎপাদনের ১ দশমিক ৩৬ শতাংশ এটি।
১৯৯০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গৃহস্থালি দূষণের কারণে মৃত্যুর হার ৬৪ দশমিক ২ শতাংশ কমেছে। অবশ্য পারিপার্শ্বিক দূষণের মাত্রা এই সময়ে দ্বিগুণের বেশি বেড়েছে
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com