বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-সাইদ খোকন

লেখক:
প্রকাশ: ৭ years ago
সাইদ খোকন

আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে বাড়ি বাড়ি গিয়ে ঠান্ডাজনিত রোগের চিকিৎসা সেবা দিবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রোগীদের বিনা মূল্যে সেবা ও ওষুধপথ্যও দেবেন চিকিৎসকরা।

রবিবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনস্বাস্থ্যসেবা কক্ষ উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। মেয়র বলেছেন, নাগরিকেরা সিটি করপোরেশনের হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল করলেই বাসায় ছুটে যাবেন চিকিৎসকেরা। চিকিৎসক রোগীদের বিনা মূল্যে সেবা ও ওষুধপথ্য দেবেন।

সাইদ খোকন আরও বলেন, ‘প্রতিবছর শুষ্ক মৌসুমে নগরের অসংখ্য মানুষ সর্দিকাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই, সিটির নাগরিকদের চিকিৎসাসেবায় প্রতিটি ওয়ার্ডে একটি করে চিকিৎসক দল রাখা হয়েছে।   মোট ১৫০ জনের দল মাঠ পর্যায়ে কাজ করবে। প্রয়োজন অনুসারে সদস্য বাড়ানো হবে।