বাসের ধাক্কায় পোশাক শ্রমিক দম্পতি নিহত

লেখক:
প্রকাশ: ২ years ago

ঢাকার ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে দ্রুত গতির বাসের ধাক্কায় পোশাক শ্রমিক দম্পতি নিহত হয়েছেন।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম। তারা একজন গ্রাফিক্স ডিজাইন ও আরেকজন একেএইচ কারখানার শ্রমিক ছিলেন।ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা তারা।

মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানার পুলিশে উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টার দিকে ওই দম্পতি বাইসাইকেলে করে কাজে আসছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটা দ্রুত গতির বাস তাদের ধাক্কা দেয়। এসময় তারা দুজন সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা আরেকটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বাইসাইকেলটিকে ধাক্কা দেওয়া ঘাতক জামাল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। আর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কথা থাকলেও নিহতের পরিবার সেটা চাচ্ছেন না। তারা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে আবেদন করেছেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।