বাসচাপায় প্রাণ গেলো মায়ের, সন্তান হাসপাতালে

লেখক:
প্রকাশ: ২ years ago

মাদারীপুরের রাজৈরে বাসচাপায় লাকি বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে সাজিন মোল্লা (১৬) আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লাকি বেগম পৌর এলাকার আলমদস্তার মালয়েশিয়া প্রবাসী ফরহাদ মোল্লায় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাস রাজৈরের দিকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লাকি বেগম মারা যান। এ ঘটনায় নিহত গৃহবধূর ছেলেসহ দুই জন আহত হয়েছেন।

মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।