অমৃত রায়, জবি প্রতিনিধি:: বার্ষিক অর্ধলক্ষ টাকা দরিদ্র ও অস্বচ্ছল শিক্ষার্থীদের অনুদান দিবে রসায়ন বিভাগের প্রাক্তনরা।
২৩ সেপ্টম্বর ২০২২-শুক্রবার সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান-২০২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুলক হক।
রসায়ন বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি মীর মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, নান্নু গ্রুপ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বি এম শোয়েব (সি আই পি) বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান এবং রসায়ন বিভাগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহার।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রসায়ন বিভাগের শিক্ষক, এলামনাইবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।উল্লেখ্য রসায়ন বিভাগ এলামনাই এসোসিয়েশন এর একটি র্যালি উপাচার্যের নেতৃত্বে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরবর্তীতে মাননীয় উপাচার্য, কোষাধ্যক্ষ মহোদয় সহ এ্যালামনাই এর অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
প্রাক্তন শিক্ষার্থীদের সম্মতি অনুসারে বার্ষিক পঞ্চাশ হাজার টাকা বিভাগের দরিদ্র ও অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে প্রদানের প্রতিশ্রুতি দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com