বামরাইল ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মাদরাসা শিক্ষার্থীদের পরিবারের মাঝে চেক বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

মোঃ শাহাজাদা হিরাঃ আজ ১০ আগস্ট দুপুর ১২ টায়। উপজেলা প্রশাসন উজিরপুর বরিশাল এর আয়োজনে, উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে। সড়ক দুর্ঘটনায় বামরাইল ইউনিয়নের মূলপাইন দারুসসুন্নাহ্ নূরানী হাফিজী মাদরাসার নিহত শিক্ষার্থীদের পরিবার ও আহত শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর, মাসুমা আক্তার, বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ উজিরপুর, আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) উজিরপুর, মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সদস্য জেলা পরিষদ উজিরপুর, এস, এম, জামাল হোসেন, মেয়র উজিরপুর পৌরসভা উজিরপুর, মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় নিহত দু’জন মাদরাসা শিক্ষার্থীর পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা এবং আহত ১১ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।