বাসভবনে একজন বাবুর্চি ও নিরাপত্তা প্রহরীর (গার্ডের) পরিবর্তে ভাতা পাবেন সচিবরা। এজন্য এখন থেকে তারা ১৬ হাজার টাকা ‘কুক অ্যালাউন্স’ ও ১৬ হাজার টাকা ‘সিকিউরিটি অ্যালাউন্স’ পাবেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে। এর মাধ্যমে সচিবদের বাসভবনে বাবুর্চি ও নিরাপত্তা প্রহরীর পদ বিলুপ্ত হয়ে যাবে। ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর ধরা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব), সরকারের সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিবরা এ সুবিধা পাবেন। পিআরএল ভোগরত বা ওএসডি বা চুক্তিভিত্তিতে নিয়োজিত সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিবরাও এ সুবিধার আওতায় থাকবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, কুক ও সিকিউরিটি অ্যালাউন্স দেয়ায় সচিবরা আর ডমেস্টিক এইড অ্যালাউন্স পাবেন না। সচিবদের বাসভবনের জন্য সৃষ্টি করা ৭৩টি বাবুর্চি ও ৭৩টি নিরাপত্তা প্রহরীর পদ বিলুপ্ত হয়ে যাবে।