বরিশালের বাবুগঞ্জে নদী ভাঙনে হারিয়ে যাওয়া সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয় এলাকা ও ভাঙন ঝুঁকিতে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পরিদর্শন ও বিদ্যালয়ের জন্য ক্রয়কৃত ৩ একর জমির উপর প্রাথমিক পর্যায়ে নির্মানাধীন টিনসেট ভবনের কাজের অগ্রগতির পরিদর্শন করেন বরিশাল বিভগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
এ সময় তিনি বরিশাল সদরসহ দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ভাঙনের কবল থেকে রক্ষাকল্পে বিভিন্ন পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছেন। বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামে নদী গর্ভে বিলীন হওয়া সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যামিক বিদ্যালয় পরির্দশকালে বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন অচিরেই নদী ভাঙন রোধে কার্যকারী ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল দুপুর ১২ টায় বরিশালের বাবুগঞ্জের নদী গর্ভে বিলীন হওয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের জোনাল চিফ সাজিদুর রহমান সরদার,বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার,বরিশাল জেলা পরিষদের সদস্য ফারজানা বিনতে ওহাব, দেহেরগতি ইউপি চেয়াম্যান মোঃ মশিউর রহমান,রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ,সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা, বাবুগঞ্জ প্রেসক্লবের সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।
উল্লেখ্য গত ২৭ আগষ্ট সোমবার প্রমত্তা সুগন্ধা নদী গর্ভে ভেঙে পড়ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয়। মাত্র একরাতের ব্যবধানেই পাউবোর বাঁধ ও স্কুলের পানির ট্যাংকিসহ উত্তর পাশের প্রায় ৭০০ বর্গফুট এলাকা নদীবক্ষে হারিয়ে গেছে। আকস্মিক এমন ভাঙনে স্কুল ভবনের অদূরে দাঁড়িয়ে থাকা ঢাকাÑবরিশাল মহাসড়কের শতকোটি টাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) পড়েছে মারাত্মক ঝুঁকির মুখে। সেতুর পাদদেশে মহাসড়কের পূর্ব দিকের সংযোগে মুখের গাইড ওয়ালও একইসাথে ভেঙ্গে পড়েছে নদীতে। সেতুর গার্ডার অঞ্চলেও গ্রাস করেছে ভাঙন।
এমতাবস্থায় হুমকির মুখে রয়েছে বরিশালে প্রবেশদ্বারের এ গুরুত্বপূর্ণ সেতু।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com