বাবুগঞ্জের নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমীনুল ইসলাম বলেছেন- ‘বাবুগঞ্জ উপজেলায় জনবান্ধব একটি সেবামূলক প্রশাসন গড়তে চাই। এজন্য সাংবাদিকদের সহায়তা প্রয়োজন। আপনারা যেমন খারাপ কিছু দেখলে লিখবেন, তেমনি আমরা ভালো কিছু করলে সেটাও দয়াকরে লিখবেন। ভালো কাজ করলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন। আমরা সরকারের প্রতিনিধি হিসেবে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ। তাই সবার সহযোগিতা নিয়ে বাবুগঞ্জে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই।’
গতকাল বিমানবন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম। বিমানবন্দর প্রেসক্লাবের ওই সাংবাদিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না। এসময় বিমানবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিয়া রোকনুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক রুবেল সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমীন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম গত ১২ জুলাই ইউএনও হিসেবে বাবুগঞ্জে যোগদান করেন। এর আগে তিনি হিজলা উপজেলার ইউএনও হিসেবে সুনামের সঙ্গে একবছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বরিশাল সদরে দীর্ঘদিন ভূমির সহকারী কমিশনার (এসি ল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে বিভিন্ন কার্যকরী
পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হয়েছিলেন। বাবুগঞ্জের সাবেক ইউএনও সুজিত হাওলাদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবে পদন্নোতি পেয়ে সম্প্রতি ভোলা যোগদান করায় বাবুগঞ্জে তার স্থলাভিষিক্ত হন ইউএনও আমীনুল ইসলাম। ঝালকাঠির কৃতি সন্তান মো. আমীনুল ইসলাম ৩১তম বিসিএস ক্যাডার নির্বাচিত হয়ে ২০১২ সালে বাংলাদেশ সিভিল এডমিনিস্ট্রেশন সার্ভিসে যোগদান করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com