বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে জান্নাত

লেখক:
প্রকাশ: ৭ years ago

চলতি মাসের শুরুর দিকে খুন হন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু। তার একমাত্র সন্তান মেহের নিগার খান জান্নাত। প্রায় চার বয়সী এই ছোট্ট শিশুটি বাবার হত্যাকারীদের ফাঁসি চেয়ে দাঁড়াল রাজপথে। আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে শিমু হত্যার বিচার চেয়ে তার পরিবার ও স্বজনদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চোখে-মুখে বোবা কান্না নিয়ে এক আত্মীয়ের কোলে বসেছিল মেহের নিগার খান জান্নাত। তার সামনে প্ল্যাকার্ডে লিখা ছিল, ‘আমার আব্বুর হত্যাকারীদের ফাঁসি চাই’। মানববন্ধনে আসা এবং সামনের সড়ক দিয়ে যাওয়া জনসাধারণের মনকে যেন বিষাদময় করে তুলেছিল জান্নাত।
এদিকে, মানববন্ধনে শিমুর সকল হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন রানু প্রমুখ।