
ফুটবল নিয়ে নানা কসরত দেখিয়ে আলোচনায় আসা চাঁদপুরের ৬ বছরের সেই সোহান এবার ভর্তি হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)'তে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভর্তির জন্য বাবার হাত ধরে সোহান হাজির হয় বিকেএসপিতে। সেখানে যাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা একাধিক ফুটবল কোচকে ডেকে মাঠে নিয়ে সোহানের প্র্যাকটিস দেখেন। পড়ে তারা সোহানের ফুটবল কলাকৌশলে সন্তোষ প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন।
৬ বছরের খুদে এই সোহানকে উৎসাহ দিতে তার উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বুধবার রাতে সোহানকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। পাশাপাশি তার বাবা সোহেল প্রধান যাতে সোহানের কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে সেজন্য আর্থিক সহায়তা দেন।
উপজেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে বৃহস্পতিবার ভোরবেলা সোহান ও সোহানের বাবা সোহেল প্রধানকে নিয়ে সাভার বিকেএসপির উদ্দেশ্যে ছুটে যায় স্থানীয় ক্রীড়া সংগঠক জাহিদ হাসান জুয়েল।
মুঠোফোনের জুয়েল জানান, সোহানকে নিয়ে আমরা বিকেএসপিতে আসার পর সংশ্লিষ্ট এক কর্মকর্তা একাধিক ফুটবল কোচকে ডেকে মাঠে নিয়ে ওর প্র্যাকটিস দেখেন। পড়ে তারা সোহানের ফুটবল কলাকৌশলে সন্তোষ প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন।
এর আগে বল পায়ের সঙ্গে রাখার ক্ষমতা, ড্রিবলিং, গতি—সব মিলিয়ে বয়সের তুলনায় আশ্চর্য দক্ষতা দেখিয়েছে সোহান। ফুটবলে নিয়ন্ত্রণ আর ছন্দের এই মিশেলই কয়েক মাস আগে তাকে আলোচনায় আনে। ভিডিও ছড়িয়ে পড়তেই দেশজুড়ে বিস্ময়। অনেকে তাকে ডাকেন ‘চাঁদপুরের মেসি’। পরে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তাকে বিকেএসপি স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন।
সোহানের সেই ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ হয়ে সাবেক জাতীয় দলের সাফ জয়ী গোলরক্ষক আমিনুল হকের মাধ্যমে সোহানকে খেলাধুলার সামগ্রী ও প্রতিমাসে ১০ হাজার টাকা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোহানের বাবা সোহেল প্রধান পেশায় একজন সাইকেল মিস্ত্রি। মুঠোফোনে কথা হলে সোহানের বাবা সোহেল প্রধান আনন্দে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার পোলায় ছোটকাল থাইকাই ফুটবল পছন্দ করে। ফুটবল কিনার লইগা ও আমারে পাগল কইরা ফালাইতো। ঈদে অন্য ছোট পোলাপাইনরা চাইতো নতুন জামা-কাপড় আর আমার পোলা সোহান চাইতো ফুটবল। মানুষের উৎসাহ আর সহযোগিতায় আজইকা আমরা ঢাকা আইছি পোলারে বিকেএসপি'তে ভর্তি করাইতে । আমার পোলা সেহানের লিগা সবার কাছে দোয়া চাই। ক্রীড়া উপদেষ্টা স্যারের ঋণ আমি জীবনেও শেষ করতে পারতাম না। তারেক রহমান স্যারের কাছেও আমি ঋণী। সাংবাদিক ভাইয়েরা তো আমার সোহানরে অনেক সহযোগিতা করছে। আমি হ্যাগরেও ধন্যবাদ জানাই।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com