বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলো সানজিদা

লেখক:
প্রকাশ: ২ years ago

টাঙ্গাইলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন সানজিদা আক্তার। রোববার (১৩ নভেম্বর) হৃদয় বিদারক এমন ঘটনা ঘটেছে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাইমাইল গ্রামে।

সানজিদা আক্তার টাঙ্গাইল শহরের সরকারি কুমুদিনী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি শহরের সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্রে রোববার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন।

সানজিদা আক্তার দাইন্যা ইউনিয়নের বাইমাইল গ্রামের শামীম আল মামুনের মেয়ে।

সানজিদা আক্তারের বড় ভাই ইমরান হোসেন বলেন, গত ১৬ সেপ্টেম্বর বাবা শামীম আল মানুন পাকস্থলীর সমস্যা নিয়ে টাঙ্গাইল শহরের একটি ক্লিনিকে চার দিন চিকিৎসা নেন। পরবর্তীতে কিডনিতে সমস্যা দেখা দেওয়ায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হাসপাতালে বাবার অপারেশন হয়। এরপর আর বাবার জ্ঞান ফেরেনি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বাব মারা যান।

তিনি আরও বলেন, আজ সকালে বাবার লাশ বাড়িতে আনা হয়। বাবার লাশ রেখেই ছোট বোন এইচএসসি পরীক্ষা দিতে যায়। পরে বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে বাবাকে দাফন করা হয়।

এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার বলেন, আমি বাবাকে খুব সম্মান ও ভালবাসতাম। তাই তার নির্দেশনা মোতাবেক মনোযোগ দিয়ে লেখা পড়া করতাম। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই।

দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু বলেন, বিষয়টি খুব হৃদয় বিদারক। একদিকে বাবা হারানোর শোক অন্য দিকে পরীক্ষা। সানজিদার বাবার আত্মার মাগফেরাত ও সানজিদার জন্য দোয়া রইলো।