বাবার জিম সেশনে হাজির মাশরাফির ছেলে-মেয়ে

লেখক:
প্রকাশ: ৬ years ago

শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য জোর প্রস্তুতি চলছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে টানা চারদিন হার ভাঙা খাঁটুনির পর বৃহস্পতি আর শুক্রবার বিশ্রাম দেয়া হয় টাইগারদের।

mashrafee

বিশ্রাম পেলে কি হবে! মাশরাফি বিন মর্তুজা তো বসে থাকবার পাত্র নন। ঠিকই জিম-সেশনে হাজির হয়ে যান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। শুধু কি তিনিই? সঙ্গে তো ছিলেন বিশেষ অতিথিরা।

mashrafee

কারা সেই অতিথি? মাশরাফির ছেলে আর মেয়ে। বাবার অনুশীলন দেখতে জিম সেশনে হাজির হয়েছিল ছোট্ট দুই তারকা। মিরপুরের একাডেমি মাঠের ইনডোরে বাবার সঙ্গে ব্যায়াম করতে দেখা যায় তাদেরও!

mashrafee