বাবাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর আকুতি

লেখক:
প্রকাশ: ৪ years ago

অমৃত রায়,জবি প্রতিনিধি::জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের (–) সেশনের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী তামজিদ রাফির বাবা বেশ কয়েকদিন যাবত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ খানপুর হসপিটালে ভর্তি আছেন। তিনি দীর্ঘ ৮/৯ বছর ধরে হার্টের সমস্যা ভুগছেন। বর্তমানে ফুসফুস ৫০% নষ্ট হয়ে যাওয়ায় ২৪ ঘন্টা অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে। এই বিষয়ে ডাক্তাররা বলেন দ্রুত ICU তে নিতে হবে তা না হলে অবস্থা খারাপের দিকে চলে যাবে।
এই মুহুর্তে তামজিদ রাফির বাবার জরুরি উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক সমস্যার কারণে তা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে জবি শিক্ষার্থী তামজিদ রাফি বলেন,” আমাদের পরিবারে বাবা ব্যতীত আয় রোজগারের মত কেউ নেই। যা টাকা ছিল সব কিছুই বাবার চিকিৎসার পিছনে এতদিন খরচ হয়ে গেছে। বলা বাহুল্য যে আমার আম্মাও কিছুদিন আগে করোনায় অাক্রান্ত ছিলেন। বর্তমানে আমার বাবার উন্নত চিকিৎসার জন্য আপনাদের সকলের একান্ত সর্বোচ্চ সহযোগিতা চাই। সকলের কাছে আমার বাবাকে বাচানোর জন্য সাহায্য চাই।”
 
সহযোগীতা পাঠানোর মাধ্যমঃ
মোবাইলঃ 01852059425
বিকাশঃ 01852059425
নগদঃ 01852059425
রকেটঃ 017375969091