বলিউডের অমিতাভ বচ্চন আর ঋষি কাপুর শেষ একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন ২৭ বছর আগে। এর আগে দুজনকে ‘কুলি’,‘কভি কভি’,‘অমর আকবার অ্যান্টনি’-র মতো বিখ্যাত সব ছবিতে একসঙ্গে কাজ করতে দেখেছে দর্শক।
বলিউডের স্বর্ণ সময়ের এই দুই গুণী অভিনেতাকে আবারও একসঙ্গে দেখা যাবে '১০২ নট আউট' ছবিতে। ইতিমধ্যে ছবিটির টিজার দেখা যাচ্ছে। ১ মিনিটের এই টিজারে দেখা গিয়েছে, ১০২ বছর বয়সী বাবা খেয়াল রাখছেন ৭৫ বছরের ছেলে ঋষি কাপুরের। ১০২ বছর বয়স হলেও বাবা অভিতাভ বচ্চনের জীবন যৌবনে ভরপুর, ঝলমলে। অন্যদিকে ছেলে চরিত্রে রূপদানকারী ঋষি কাপুর ৭৫ বছর বয়স অনুযায়ীই কাজ করতে পছন্দ করেন। টিজারের শেষ পর্যায়ে দেখা গিয়েছে, অমিতাভ তার ছেলে ঋষিকে বলছেন, আমিই প্রথম বাবা যে নিজের ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রেকর্ড গড়তে যাচ্ছি। ছবির টিজারে বাবা-ছেলের বৃষ্টিতে নাচের দৃশ্য ইতিমধ্যে দর্শকের মন ছুঁয়েছে। কমেডি ধরনের এই ছবিটি পরিচালনা করছেন উমেশ শুক্লা।
ছবিটির কাহিনি গুজরাটি নাটক থেকে নেওয়া বলে জানিয়েছেন পরিচালক। তিনি বলেছেন, ‘ 'সেই নাটকটা দেখে আমার এত ভাল লেগেছিল যে,তখনই এটা নিয়ে সিনেমা বানাবো ঠিক করে নিয়েছিলাম।’পরিচালক এই ছবি প্রসঙ্গে আরও জানিয়েছেন,‘এটি বাবা ছেলের একটি অন্যরকম সম্পর্কের গল্প।’
ছবিতে একদিকে দেখানো হবে পিতা পুত্রের সম্পর্ক। অন্যদিকে প্রজন্মের ব্যবধানের বিষয়টিও অন্যরকমভাবে সকলের সামনে তুলে ধরেছেন পরিচালক।
ছবিটি প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেছেন,' ঋষির সঙ্গে অনেক সফল ছবি করেছি। আবারও একসঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। ছবির গল্পটা খুব দারুন। আমি জানি আপনারা নতুন প্রজন্মের প্রেম দেখতে বেশি ভালবাসেন। কিন্তু এই ছবিতে পিতা পুত্রের মধ্যে যে ভালবাসা আপনারা দেখবেন,তা আপনাদেরকে নিরাশ করবে না,এটুকুই বলতে পারি।'
অন্যদিকে ছবিটা প্রসঙ্গে ঋষি কাপুর বলেন, ‘ছবির শুটিং করতে গিয়ে আমি বারবার পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছিলাম। আগে ছবির শুট্যিং করতে গিয়ে কত আনন্দ করতাম আমরা। এই ছবির শুটিং করতে গিয়েও মনে হচ্ছিল ঠিক যেন সেই দিনগুলোতেই ফিরে গিয়েছি।’
' ১০২ নট আউট' ছবিটি মুক্তি পাবে এ বছরের ৪ মে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com