বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লটারির প্রথম পুরস্কার পেয়েছে চ-৬৪১৮১০ নম্বরের টিকিট। পুরস্কার বিজয়ী ঢাকায় একটি ফ্ল্যাট অথবা ৩০ লাখ টাকা পাবেন।
দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা জয়ী টিকিটের নম্বর ঙ-২৬৭৭৭৩। তৃতীয় পুরস্কার জয়ী ঘ-২৬১২৯৯ নম্বরের টিকিট পাবে তিন লাখ টাকা।
শনিবার মতিঝিলে বাফুফে ভবনে লটারির ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফে'র জেষ্ঠ্য সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী। উপস্থিত ঠিলেন সরকারের বিভিন্ন সংস্থা ও বাফুফের উর্দ্ধতন কর্মকর্কারা।
লটারিতে চতুর্থ পুরস্কার রয়েছে পাঁচটি। ১০ হাজার টাকার এ পুরস্কার পাবে, চ-৬৬০৯২৪, খ-১২৯০০৯, ঝ-৩৮৩৫৩৫, ঝ-৯১৭১৭০ এবং ঞ-১৩৪৬১৩। পাঁচ হাজার টাকার পঞ্চম পুরস্কার রয়েছে ছয়টি। পুরস্কার পেয়েছে ক-১২৮৬১৭, জ-২৭৫০০৩, ছ-৬৪৩৮৩৯, ক-১১৯২৭১, ক-১০৬০৭১ নম্বরের টিকিট। ষষ্ঠ পুরস্কার রয়েছে ৬১০টি। দুই হাজার টাকা করে পাবেন এ বিভাগের বিজয়ীরা। -বিজ্ঞপ্তি
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com